মাসুদ রানা পত্নীতলা প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে ইউএনও রুমানা আফরোজ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার ওসি পলাশ চন্দ্র দেব,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশীদ দেওয়ান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কালাম আজাদ, মাটিন্দর ইউপি চেয়ারম্যান সুলতান মাহমুদ, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা, মোঃ শহিদুল ইসলাম, নজিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমজান আলী, সহ স্থানীয় জনপ্রতিনিধি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সুধীজন প্রমূখ।