মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর পৌর শহরের পথে পথে লাল সবুজের ফেরিওয়ালা ফেরি করে পতাকা বিক্রি করছে। শুরু হয়েছে বিজয়ের মাস ডিসেম্ব্বর। রাত পোহালেই ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। বিজয়ের মাসজুড়ে বাংলার আকাশে উড়বে লাল-সবুজের পতাকা। সেই চাহিদা মেটাতে বিভিন্ন সাইজের পতাকা নিয়ে নজিপুর শহরের পথে পথে ঘুরছে লাল-সবুজের ফেরিওয়ালা শাহীন। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় নজিপুর বাসস্ট্যান্ডের নৌকা চত্বর এলাকায় দেখা মেলে ফরিদপুর থেকে আগত শাহীনের সাথে । মুখে মাস্ক, থ্রী কোর্য়টার প্যান্ট গায়ে টি শার্ট পীঠে ঝুলানোব্যাগ একটি বাঁশের সঙ্গে ছোট-বড় লাল-সবুজের পতাকা বেঁধে বিক্রি করছিল সে।শাহীন বলেন, বছরের অন্য সময় আমি ইলেকট্রের কাজ করি। ডিসেম্বর মাস এলেই ঢাকা থেকে বিভিন্ন মাপের পতাকা কিনে এনে এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করি। ১০ টাকা থেকে শুরু হয়ে মাপ অনুযায়ী ৩০, ৫০, ১০০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি করি। পতাকার সাথে ১৬ ডিসেম্বর ও বাংলাদেশের মানচিত্র ও শহীদ মিনারের ছবি আঁকা মাথার ও হাতের ব্যান্ড। ছোট বড় সব বয়সের মানুষ কিনছে সেগুলো।