মোঃ মানিক হোসেন,নওগাঁঃ আজ ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আইকন সেভিংস এন্ড ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিঃ এর উদ্যোগে কর্মকর্তা-কর্মচারী ও সদস্য বৃন্দের উপস্থিতিতে প্রথমেই কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন সম্মান প্রদর্শন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনা হয়। এরপর নওগাঁর প্রধান সড়কে বিজয় দিবস উপলক্ষে র্যালি করেন এবং সর্বশেষে বিজয় স্মৃতিস্তম্ভ পুষ্পস্তবক দেওয়ার মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।এ সময়ে উপস্থিত ছিলেন সভাপতি মোঃ লতিফুর আলম,সহ সভাপতি মশিউর,নির্বাহী পরিচালক নুরতাজ সোমা,শাখা ব্যবস্থাপক রাসেদুল ইসলাম নয়ন। এসময়ে আরোও উপস্থিত ছিলেন এ কে এম মাসুদ রানা (মনোয়ার), শ্রী নিশির চন্দ্র মাহন্ত (নিশির),মো মানিক হোসে,সবুজ হোসেন,মেহেদি হাসান জীবন সহ অন্যান্য সদস্যবৃন্দ। বিজয় দিবসের আলোচনায় নির্বাহী পরিচালক নূরতাজ সোমা বলেন, আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতীয় জীবনে এক গৌরবময় দিন। ১৯৭১ সালে এই দিনে বাংলাদেশের ইতিহাসে যে মহান বিজয় দিবস অর্জিত হয়েছে তা চির আম্লান। যুগ যুগ ধরে তা আমাদের জীবনে প্রেরণা দান করতে থাকবে। তিনি আরও বলেন, স্বাধীনতা অর্জনের প্রায় চার যুগ পর এখন অসংখ্য লোকঅশিক্ষা ও দারিদ্র্য কবলিত অবস্থায় রয়েছে। এক কথায় আমরা আমাদের স্বাধীনতাকে সঠিকভাবে অর্থবহ করে তুলতে পারিনি। আমরা বিজয় অর্জন করেছি। স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু তার তাৎপর্যের সঠিকভাবে বাস্তবায়ন ঘটাতে পরেনি বলে এ দেশের জনগনের এখনও মুক্তি মেলেনি। তাই আসুন, আমরা আমাদের সকল দায়িত্ব সঠিকভাবে পালনের মধ্য দিয়ে দেশকে গড়ে তুলি। কেননা আমরা সমাজের কাছে আমরা প্রতিটি মানুষ দায়বদ্ধ। ঋণ পরিশোধের দায়-দায়িত্ব ও কর্তব্য আছে- আমাদের অন্নহীনকে অন্ন এবং নিরক্ষরকে জ্ঞানের আলো দিয়ে এ স্বাধীনতা কে সার্থক করে, তুলতে হবে। তাই সব রকম বিভেদ-বিচ্ছেদ ভুলে, হানাহানি সংঘাত দূর করে, সংকীর্ণ স্বার্থচিন্তা জলাঞ্জলি দিয়ে দেশ গড়ার কাজেব্রতী হই। সমাপনী বক্তব্যই সভাপতি লতিফুল আলম বলেন, বিজয়ের পাঁচ দশক পরে এ বাংলার মাটিতে বিজয়ের সেই সুখটা হারাতে বসেছে।বাঙালি আজ বিভক্ত স্বার্থের মায়াজালে। নিজের সুখকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা প্রাণপনে। অদূর ভবিষ্যতে এ চিত্র বিরাজ করলে বাঙালি সামান্য আঘাতে অস্তিত্ব হারাবে তা বলা বাহুল্য। তাই সকল বাংলার মানুষের প্রতি আমার করোজোড়ে নিবেদন এই দেশটাকে ভালোবেসে মা মাটির অস্তিত্ব রক্ষার্থে এ বিজয় দিবসের মহত্ত্ব নিয়ে আমরা আবার সেই বাঙালি হই যেখানে অজ্ঞ বিজ্ঞ উঁচু-নিচুর দৌরাত্ম্য নেই। তবেই পাবো সত্যিকারের বিজয় নতুবা এ বিজয় শুধু নামমাত্র।