গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বীরগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল চারটায় উপজেলার বীরগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে টিএন্ডটি শেখ রাসেল পরিষদ এবং বীরগ্রাম শেখ রাসেল পরিষদের নারী ফুটবল দলের মধ্যে প্রীতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন ধামইরহাট-পত্নীতলা আসনের সাংসদ মো. শহীদুজ্জামান সরকার। খেলার একপর্যায়ে টিএন্ডটি শেখ রাসেল পরিষদক ২ ও বীরগ্রাম শেখ রাসেল পরিষদ ৩ গোলে জয়ী হলে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নুরুল আমিন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, আমেরিকা প্রবাসী মুর্তজা কামাল সিদ্দিকী, আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গনী মন্ডল, উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি ইনজামামুন হক সরকার, বীরগ্রাম শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সভাপতি হাবিবুর রহমান বাবু প্রমুখ।