সুলতান,মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় বিজয় দিবস উপলক্ষে মর্ণিং সান কেজি স্কুলে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মর্ণিং সান কেজি স্কুল প্রাঙ্গনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় মর্ণিং সান কেজি স্কুলের অধ্যক্ষ রানী মুখার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও আদমদিঘী রহিম উদ্দীন ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোকছেদুর রহমান বাপ্পী। বিশেষ অতিথি ছিলেন, কৃষ্ণগোপালপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিপুল কুমার মন্ডল, প্রভাষক সামছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী মাহাবুব আলম উজ্জল, মর্ণিং সান কেজি স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালকের সহধর্মীনি নার্গিস খানম, সাংবাদিক মাহবুবুজ্জামান সেতু, সুলতান আহমেদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মাহফুজুর রহমান,সাইফুল ইসলাম,শিল্পীখানম,আকতারুন্নেছা ও মর্জিনা খানম প্রমূখ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার হিসেবে ক্রেস্ট বিতরণ করা হয়।