মাসুদ রানা পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
সামজিক সংগঠন “ভয়েস” এর সৌজন্যে নওগাঁর পত্নীতলা উপজেলার পত্নীতলা আদর্শ গ্রামে জামে মসজিদে মানসম্মত অজুখানার নির্মান শেষে উদ্বোধন করা হয়েছে। অজুখানায় সাবমার্সিবল মটার পাম্প , পানি রিজার্ভের জন্য উন্নতমানের ট্যাংকি, বসার টুল ব্যবস্থা, পানি সাপ্লাইয়ের পাইপ সংযুক্ত করা হয়েছে ।
শনিবার (২৫ ডিসেম্বর) বিকালে বাদ আসর এই অজুখানার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদের ইমাম, সামাজিক সংগঠন ভয়েস এর প্রতিষ্ঠাত মো: মামুনুর রেজা, প্রজেক্ট অফিসার ছাব্বির আহমেদ সদস্য;তানভীর,নাহিদ,শাহিদ, মুসল্লিবৃন্দ, স্থানীয় সুধিজন সাংবাদিক প্রমূখ।
মসজিদটিতে দীর্ঘদিন যাবত অজুখানার অভাবে মুসল্লি দের কষ্ট হতো এ বিষয়টি ভয়েস টিম জানতে পেরে একটি অজুখানা নির্মাণ করে দেন। এতে মসজিদের ইমাম সাহেব সহ স্থানীয় মুসল্লীবৃন্দ খুব খুশি ও আনন্দিত। এমন ভাল কাজের জন্য তারা ভয়েস সংগঠন এবং এরসাথে সম্পৃক্ত সকলের জন্য দোয়া করেন তাদের সুস্থতা কামনা করেন সংগঠনের সাফল্য কামনা করেছেন।
জানাযায় বিভিন্ন ক্রান্তিকালে, করোনা কালে দুঃসময়ে বা উৎসবে এই ভয়েস টিম অত্র এলাকার অসহায় মানুষের পাশে দাড়িয়েছে অসহায় পরিবাররে খাবার বিতরণ, অসচ্ছল পরিবার কে স্বাবলম্বী করতে বিনা মূল্যে গরু ছাগল বিতরণ,সুপেয় পানির জন্য টিউবওয়েল স্থাপন , স্বাস্থ্যসম্মত টয়লেট স্থাপন, মসজিদে খাটিয়া প্রদান, ক্ষুদ্র ব্যবসার পুজি সহায়তা,দোকান করে দেওয়া ভ্যান কিনে দেওয়া, শিতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ এ ছাড়াও মাদক বাল্যবিবাহ সম্পর্কে মানুষকে সচেতন করা সহ সামাজ উন্নয়নে নানা ধরনের সেবামূলক কাজ করে প্রসংশা কুড়িয়েছেন।
ভয়েস এর প্রতিষ্ঠাতা মামুনুর রেজা বলেন ২০১৫ সাল থেকে ভয়েস সমাজ উন্নয়নে কাজ করে আসছে, করোনার সময় থেকে আমরা চ্যারেটি ও হিউমেনেটি নিয়ে কাজ করছি, আমরা গ্রাম থেকে গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলের মানুষদের জন্য কাজ করছি, আমরা মানুষ কে স্বাবলম্বী করতে চাই, ৪৭ পরিবারকে বিভিন্ন মাধ্যমে আমরা স্বাবলম্বী করেছি।এছাড়াও যেসব মসজিদে অজুখানা নেই সেখানে অজুখানা নির্মাণ করে দেওয়া হচ্ছে এর ধারাবাহিকতায় এই মসজিদে অজুখানা নির্মাণ করে দেওয়া হলো। ভয়েস সমাজিক উন্নয়নে সমাজের মানুষের জন্য কাজ করে আসছে এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।