মাসুদ রানা পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় নজিপুর বাসস্ট্যান্ডের ধামইর রোড এলাকার দেওয়ান মার্কেটের ১ম তলা এবং ২য়তলার ব্যবসায়ীদের মাঝে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রধান অতিথি হিসাবে এ খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নজিপুর পৌরসভার মেয়র রেজাউল কবির চৌধুরী। আরও উপস্থিত ছিলেন খেলা পরিচালক আনোয়ার হোসেন,১ম তলা টিমের কোচ আল আমিন কবির, অধিনায়ক এজেড মিজান, ২য় তলার টিমের কোচ ফজলুল হক, অধিনায়ক আশিক ইসলাম, ব্যবসায়ী কামাল হোসেন সহ স্থানীয় ক্রীড়ামোদী ব্যক্তি ও সুধিজন প্রমূখ।
প্রধান অতিথি ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ বলেন, আমাদের যুব সমাজকে খেলার প্রতি উৎসাহিত করতে হবে যাতে মাদকের কড়াল গ্রাস থেকে তারা মুক্ত থাকে।
এসময় পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী বলেন মানুষের শরীর ও মন ভাল রাখতে খেলার বিকল্প নেই তিনি আরো বলেন আগামী তে পৌরসভার পক্ষ থেকে এই মাঠ কে লাইটিংয়ের ব্যবস্থা করে দেওয়া হবে যাতে খেলোয়াড়রা আরো ভালভাবে খেলা করতে পারে।
খেলায় একতলা টিমের অধিনায়ক এজেড মিজান একটি গোল করেন এবং আরও একটি গোল দিতে এ্যসিস্ট করে।
খেলায় ১মতলা টিম ২য়তলা টিম কে ৩ -১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় ।
শান্তিপূর্ণভাবে খেলা শেষ হওয়ায় উভয়দল কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড বণিক কমিটির সভাপতি শহিদুল আলম বেন্টু।
এ উপলক্ষে রাতে উভয় দলের খেলোয়ার অতিথিদের নিয়ে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।