গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে “সুস্থ দেহে সুন্দর মন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫১ তম বাংলাদেশ, স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকাল তিনটায় ধামইরহাট এম.এম সরকারি কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা অফিসার মো. জুলফিকার আলী শাহ-এর আহবানে সমাপনী আয়োজন ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান এবং জমজমাটভাবে একটি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সে সময় উপজেলার সকল অংশগ্রহণকৃত মোট ২৪টি মাদ্রাসা ৩০টি উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে সর্বমোট ৩৭ জন ক্রিকেট ও ভলিবল চ্যাম্পিয়ন এবং রানার্সআপ সহ সর্বমোট ৫৪ জন বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরষ্কার তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, একাডেমিক সুপারভাইজার কাজল কুমা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা সমিতির আহ্বায়ক আব্দুর রহমান, কোষাধ্যক্ষ মো. মোকারম হোসেন বিপ্লব, সদস্য মো. খেলাল-ই- রাব্বানী, এ.কে.এম মতিয়ার রহমান, মো. নুরুজ্জামান হোসেন, মো. নুজরুল ইসলাম, মো. রবিউল ইসলাম রতন, তরুন কুমার, মো.কামরুজ্জামান জুয়েল, মো. নুরুল ইসলাম, মো. মাসুম রানা, বাহালুল কবির, মোছা. সোহেলী নাজনিনসহ বিভিন্ন বিদ্যালয়ের শরীরচর্চা ও সহকারী শিক্ষকগণ।