মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ ষড় ঋতুর বাংলাদেশ এখন চলছে শীত ঋতু। উত্তরের হিমেল হাওয়া আর সকালের ঘনকুয়াশায় দেশের উত্তরের বরেন্দ্র জনপদ নওগাঁর পত্নীতলায় ক্রমেই বাড়ছে শীতের তীব্রতা।মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যহত হচ্ছে বিশেষ করে ছিন্নমূল অসহায় হতদরিদ্র নিম্ন আয়ের মানুষগুলো চরম বেকায়দায় পরছে।
কনকনে এই শীত উপেক্ষা করে ছিন্নমূল ও এতিম মাদ্রাসা শিক্ষার্থীদের পাশে গভীর রাতে কম্বল নিয়ে হাজির হয়েছেন পত্নীতলার ইউএনও।
বুধবার সন্ধ্যা থেকে গভীর রাত অবধি উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে শীতার্ত মানুষের হাতে এ সব কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ ।
সন্ধ্যা ঘনিয়ে আসলেই শুরু হয় তাঁর কম্বল বিতরণ, চলে গভীর রাত অবধি। গরিব অসহায় মানুষের দ্বারে দ্বারে গিয়ে তাদের মাঝে কম্বল পৌঁছে দেন তিনি।
এর ধারাবাহিকতায় আজ বাগমার মাদ্রাসা, জামগ্রাম মাদ্রাসা, শিমুলিয়া মাদ্রাসা, কুন্দন হাফেজিয়া মাদ্রাসা, সিরাতুল কুতুগ্রাম আমাইড় দিঘীপাড়া মাদ্রাসা, রঘুনাথপুর মাদ্রাসার এতিমখানার সুবিধা বঞ্চিত এতিম শিশুদের, ছিন্নমূল মানুষের পাশে কম্বল নিয়ে হাজির হন ইউএনও। এর আগে বিকেলে পাটিচড়া আশ্রয়ন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে শীত বস্ত্র বিতরণ করেন তিনি।
হঠাৎ উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজ শীতবস্ত্র নিয়ে তাদের দোরগোড়ায় দেখে মা বাবার স্নেহ বঞ্চিত এতিম শিশুরা আবেগে আপ্লূত হয়ে কেঁদে ফেলে। অভিভাবকহীন এই শিশুদের মনে হয়েছে যেন তাদের মা এসে পরম স্নেহে তাদের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন।
কোনো দুস্থ মানুষ যেন শীতে কষ্ট না পায় সেজন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার এসব কম্বল বিতরণ করা হচ্ছে।