গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি মো. নূরুন্নবী ফারুকীর পিতা বিশিষ্ট সমাজসেবক ইব্রাহীম হোসেন নূরানীর দাফন সম্পন্ন করা হয়েছে। গত রবিবার দিবাগত রাত সাড়ে ১২টায় বগুড়া শহীদ জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাহীন অবস্থায় তার মৃত্যু হয়। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহী রাজেউ)। মৃত্যুকালে তার বয়স ছিল প্রায় ৯৫ বছর।
পরিবার জানান, গত রবিবার সকালে হৃদরোগ সহ শরীরে বিভিন্ন রোগে আক্রান্ত জনীত সমস্যায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে ভর্তি করানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত ইব্রাহীম হোসেন নূরানী উপজেলার মালাহার গ্রামের মৃত নঈম উদ্দীণ মন্ডলের একমাত্র সন্তান। তিনি ধামইরহাট বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও স্কুল মাদরাসা সহ বিভিন্ন সামাজিক সংগঠন পরিচালনা ও প্রতিষ্ঠা করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫জন ছেলে ও ৪জন মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরে ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে মরহুমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। গত সোমবারের ঐ জানাজা নামাজে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. ওবায়দুল হক সরকার, থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী, মাওলানা মো. জাকারিয়া হোসাইন, মডেল প্রেসক্লাব সহ-সভাপতি এমকে জিন্নাহ চৌধুরী, সাংবাদিক হারুন আল রশীদসহ বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লীবৃন্দ।