নওগাঁ নিউজ ডেস্কঃ বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নওগাঁ জেলা সংসদের আয়োজনে অদ্য ৩রা ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় নওগাঁ প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে “একাদশ সত্যেন সেন গণসংগীত উৎসব ও জাতীয় গণসংগীত প্রতিযোগিতা -২০২৩” নওগাঁ জেলা পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবি ও গবেষক অধ্যাপক আতাউল হক সিদ্দিকী ও অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সম্মানিত উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব। উপস্থিত ছিলেন উদীচীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য, শিল্পী, অভিভাবক, সমর্থক, শুভানুধ্যায়ী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদীচী নওগাঁ জেলা সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মন্টু ।