গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রিমিয়ার লীগ (ক্রিকেট) খেলোয়াড় নিলাম ও ট্রফি উন্মোচন উপলক্ষে উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়েছে।
বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে বারোটায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা এর উদ্বোধন করেন। উদ্বোধন শেষে লটারির মাধ্যমে দল নেতারা নিলামে অংশগ্রহণ করেন। এতে মুন্নি চাঁদনী ক্রিকেট টিম, ধামইরহাট ইয়ং বয়েজ, ফার্সিপাড়া ব্রাদার্স ইলেভেনসহ সোনালী স্বপ্ন ক্রিকেট একাডেমীর সদস্যরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিনহাজুল হক সরকার শিবলী, উপজেলা ফুটবল ফেডারেশনের সভাপতি মো. আওলাদ হোসেন, উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুহেল আহমেদ, প্রচার সম্পাদক গৌরব প্রসাদ সাহা প্রমুখ।