মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় ওয়ালটনের সুরক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারী) বিকেলে কোম্পানির নিজস্ব শো- রুম উপজেলা সদরের নজিপুর বাসস্ট্যান্ড এলাকার সাপাহার রোড সংলগ্ন ওয়ালটন প্লাজার আয়োজনে ক্রেতার মৃত্যুতে তার নমনীকে আর্থিক সুবিধা সুরক্ষা সহায়তা প্রদান অনুষ্ঠান হয়।
এ সময় ফ্রীজ কিনে মৃত্যু হওয়ায় ক্রেতা আবু হায়াত এর নমনী তার স্ত্রী মোসম্মৎ আফসানা আফরোজ কে ৫০ হাজার টাকা সুরক্ষা সহায়তা হিসেবে চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াল্টন কোম্পানির ডিভিশন- ১১ এর চিফ ডিভিশনাল অফিসার মোঃ জাহিদুল ইসলাম, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার অনিল চন্দ্র বিশ্বাস, আরএসএম, এসএম শাকিলুর রহমান পাভেল, আরসিএম আসাদুজ্জামান খাঁন, নজিপুর প্লাজার ম্যানাজার মাহবুবুর রহামান রুমেল , পত্নীতলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, সাপাহার ও ধামইরহাট প্লাজার ম্যানাজার বৃন্দসহ স্থানীয় ব্যবসায়ি, গণ্যমান্য সুধিজন প্রমূখ।
উল্লেখ্য ক্রেতা আবু হায়াত নজিপুর ওয়াল্টন প্লাজা শোরুম থেকে গত ১৫.১২.২২ইং তারিখে ২৫ হাজার ৯৯০ টাকায় একটি ফ্রীজ ক্রয় করে এবং ৩০.১২..২২ ইং তারিখে মৃত্যু বরণ করেন। পণ্য কেনার মাত্র ১৫ দিন পরেই ক্রেতা মারা যান আর নিয়ম অনুযায়ী তার নমনী আফসানা আফরোজ কে পঞ্চাশ হাজার টাকা সুরক্ষা সহায়তা প্রদান করা হয়। কিস্তিতে পণ্য কিনে কোন গ্রাহকের মৃত্যু হলে ওয়ালটনের কিস্তি ক্রেতা সুরক্ষা সহায়তা নীতিমালা অনুযায়ী ক্রেতার নমনীকে এই সহায়তা প্রদান করা হয়।