নওগাঁ নিউজ ডেস্কঃ ১৭ ফেব্রুয়ারি শুক্রবার কলকাতায় মহাজাতি সদনে সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের ৪৫তম কনভোকেশন অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী পরিষদের আওতায় ভারতের বিভিন্ন প্রদেশের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বিকাল ৪টায় কনভোকেশনের কার্তযক্রম শুরু হয়। সর্বভারতীয় সঙ্গীত ও সাংস্কৃতিক পরিষদের সাধারন সম্পাদক ড.কাজল সেন গুপ্ত এতে সভাপতিত্ব করেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পশ্চিম বঙ্গ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের কেমিষ্ট্রি বিভাগের প্রধান প্রফেসর অমিয় কুমার পান্ডা । বিশেষ অতিথি ছিলেন দিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর জিতেন হাজারিকা,নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন, কলকাতার প্রখ্যাত অভিনেত্রী মিতা চট্টপধ্যায়সহ কলকাতার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন দেশ-বিদেশের প্রায় এক হাজার শিক্ষার্থীদের সার্টিফিকেট প্রদান করা হয়।