মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সুমন কুমার শীল কে সভাপতি ও জুয়েল আলম কে সাধারণ সম্পাদক করে জীববৈচিত্র সংরক্ষণ কমিটি গঠন করা হয়েছে ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় নজিপুর পৌর সদরের পালশা অস্থায়ী কার্যালয়ে
সুমন কুমার শীল কে সভাপতি ও জুয়েল আলমকে সাধারণ সম্পাদক করে সর্বসম্মতিক্রমে (২০২৩-২০২৪) দুইবছর মেয়াদে ২১ সদস্য বিশিষ্ট নয়া কমিটি ঘোষনা করা হয়।
কমিটি নির্বাচন শেষে সুমন কুমার শীলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ বায়োডাইভারসিটি কনসারভেসন ফেডারেশন (বিবিসিএফ) নওগাঁ জেলা কমিটির সভাপতি ইউনুছার রহমান হেবজুল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাখি গবেষক মনসুর সরকার, আলী দেওনা পাখি কলোনির পরিচালক নির্মল কুমার বর্মন।
সভায় জাতীয় পর্যায়ে পুরস্কার প্রাপ্ত তিনজন অতিথি নয়া কমিটির সদস্যদের উদ্দেশ্য জীববৈচিত্র্য সংরক্ষণে কাজ করার বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জীববৈচিত্র্য সংরক্ষণ কমিটি পত্নীতলা শাখার সকল সদস্যবৃন্দ প্রমূখ।