মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তস্নানের মধ্য দিয়ে ভাষার মর্যাদা প্রতিষ্ঠার দিন। সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ নাম না জানা অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
এজন্যই দিনটি একই সঙ্গে গৌরবের ও শোকের। জাতি আজ শ্রদ্ধাভরে সেইসব শহীদদের স্মরণ করছে। দিবসটি শুধু বাঙালির নয়, পৃথিবীর সব ভাষাভাষী মানুষের। বিশ্বব্যাপি রাষ্টিয় মর্যাদায় দিনটি শ্রদ্ধাভরে পালন করছেন।
সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় দিবসের প্রথম প্রহরে উপজেলার নজিপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয় । রাত ১২টা ১ মিনিটে ৪৭ নওগাঁ -২( পত্নীতলা – ধামইরহাট) আসনের সংসদ শহীদুজ্জামান সরকার এমপি’র পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধান্জলি অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন ।এর পর পত্নীতলা উপজেলা প্রশাসনের পক্ষে ইউএনও রোমানা আফরোজ এর নেতৃত্বে শ্রাদ্ধান্জলি অর্পণ করা হয়, পত্নীতলা উপজেলা পরিষদের পক্ষে পরিষদের চেয়ারম্যান আবদুল গফফারের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, বাংলাদেশ পুলিশ পত্নীতলা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযুদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, জাতীয় পার্টি, নজিপুর পৌরসভা, ফায়ার সার্ভিস পত্নীতলা, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পুস্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, উপজেলা নির্বাহী অফিসার রোমানা আফরোজ, সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির ,থানার ওসি পলাশ চন্দ্র দেব , পৌর মেয়র রেজাউল কোবীর চৌধুরী , ভাইস চেয়ারম্যান আবদুল আহাদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার সহ বিভিন্ন অফিস কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ। পরে ১ মিনিট নিরবতা পালন ও শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের কল্যাণ কামনায় বিশেষে মোনাজাত করা হয়।#