মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় উপজেলা প্রসাশনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্যমে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
২১ ফ্রেব্রুয়ারী দিবসের প্রথম প্রহরে ০০.১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ, শহীদদের স্মরণে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তলন, শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শহীদের আত্মার মাগফিরাত কামনায় সকল মসজিদ /মন্দিরে বিশেষ মুনাজাত ও প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন, আলোচনা সভা, পুরস্কার বিতরণ সহ নানা কর্মসূচী পালন করা হয়েছে।
বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে ইউএনও রুমানা আফরোজের সভাপত্বিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি। বিষেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল গাফ্ফার। পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রহ্লাদ কুমারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবির, থানার ওসি পলাশ চন্দ্র দেব, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লতিফুর রহমান শাহ ফকির, পৌর মেয়র রেজাউল কবির, সহ সভাপতি আবুল কালাম আজাদ, কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, জেলা পরিষদ সদস্য ফাতেমা জিন্না ঝরনা, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদিউজ্জামান বিলাশ সহ বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী রাজনৈতিক ও সামজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।