মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় এক নারী নিহত গুরুতরভাবে শিশুসহ আরো আহত হয়েছে পাঁচজন। স্থানীয় ও থানা সূত্রে জানা যায় শুক্রবার সন্ধ্যায়
নজিপুর ধামইরহাট সড়কের গাহন মোড় এলাকায় চার্জার ভ্যান ও বাসের মুখোমুখি সংঘর্ষে সানজিদা খাতুন (২৬) নামের এক নারী স্পটেই নিহত হয়েছে। এ ঘটনায় শিশু সহ আরো ৫ জন গুরুতর আহত হয়ে বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীন।
নিহত সানজিদা খাতুন (২৬) পত্নীতলা উপজেলার পাটিচড়া ইউনিয়নের পাহাড়কাটা গ্রামের মোঃ রাসেল রানার স্ত্রী। আহতরা হলো নিহত সানজিদার সন্তান সোহান( ৩), আমিনাবাদ গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে ভ্যান চালক মিজানুর রহমান ( ৪৫), পাহাড়কাটা গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে শামীম রেজা (৩০), একই গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী শরিফা খাতুন (৪৫), মহাদেবপুর থানার খাজুর ইউনিয়েনের নাটুয়াপাড়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে আরিফুজ্জামান (১৫)।
পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইনস্পেকটর রায়হান ইসলাম বলেন খবর পেয়ে আমরা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা যৌথ ভাবে উদ্ধার কাজ করা হয়।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ হয়নি, বাস আটক করা হয়েছে।