মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী, উদ্বোধন সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার । উদ্বোধন শেষে মাঠে ঘুরে ঘুরে অতিথিরা বিভিন্ন প্রাণি প্রদর্শনীর স্টল পরিদর্শন করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ লতিফুর রহমান শাহ ফকির। জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাবেক মেয়র আমিনুল হক , সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম,কৃষি অফিসার কৃষিবিদ প্রকাশ চন্দ্র সরকার, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র দেব, পত্নীতলা ফায়ার স্টেশন ইনচার্জ ওয়্যার হাউজ ইন্সপেক্টর রায়হান ইসলাম, প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা ভাটেনারি সার্জন ডা. রাফি ফায়সাল তালুকদার, ডা.আসাদুল আল সাকিব, ডা. শান্তনু মন্ডল, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, সহ স্থানীয় সুধিজন সাংবাদিক ও খামারিরা প্রমূখ ।
প্রদর্শনীতে মোট ৬০ টি স্টলে উন্নত প্রজাতির গাভী, ষাঁড়, নানা প্রজাতির পাখি, ছাগল, ভেড়া, হাঁস মুরগিসহ প্রাণি প্রদর্শন করেন। প্রদর্শনীতে অংশ নেওয়া খামারিদের মধ্যে ৮ ক্যাটাগরিতে ২৪ জনকে সার্টিফিকেট, পুরস্কার ও অনুদানের চেক বিতরণ করা হয়।