মাসুদ রানা,পত্নীতলা প্রতিনিধিঃ “আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ “এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলায় জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
বুধবার ( ১ মার্চ) বেলা সাড়ে ১০টায় পত্নীতলা উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়ে শহরে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও রুমানা আফরোজের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফ্ফার। এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, বীর মুক্তিযোদ্ধা সাদেক উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলিপ চৌহান সহ বিভিন্ন বীমা কোম্পানির কর্মকর্তা কর্মচারী বৃন্দ
প্রমূখ। আলোচনা সভায় বীমার গুরুত্ব ও সুবিধা বিষয়ে আলোচনা করা হয়।