গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে “ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্য জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক কাজী, উপজেলা শিক্ষা অফিসার মো. আজমল হেসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. মিজানুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার রামানন্দ সরকার, উপজেলা সহকারী সমবায় পরিদর্শক মো. মোস্তফা সরকার, উপজেলা সমাজসেবা অফিসার ফসিউল আলম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, সহকারী শিক্ষা অফিসার গোলাম রব্বানী, আলমপুর ইউপি চেয়ারম্যান মো. ওসমান গনি প্রমুখ।