গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে ‘ঐতিহাসিক ৭ই মার্চ- ২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ মার্চ) কালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার শুরুতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের ওপর প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, থানার তদন্ত অফিসার আব্দুল গনি, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান সরদার, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম খেলাল-ই রব্বানী, উপজেলা আনসার ভিডিপি অফিসার মোসা. আফরোজা খানম, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ।