গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাছ চাষের জন্য পুরাতন পুকুর খননের সময় পরিত্যক্ত অবস্থায় ১৫ কেজি পাঁচশো গ্রাম ওজনের একটি কালো রঙ্গের কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ মার্চ) ধামইরহাট থানার পুলিশ জানায়, গত বুধবার রাতে উপজেলার ছোট শিবপুর গ্রামের মৃত আমেজ উদ্দীনের ছেলে আব্দুস সাত্তারের ধামইরহাট ইউনিয়নের পূর্ব জগদল এলাকায় পুরাতন পুকুর খনন করার সময় পরিত্যক্ত অবস্থায় মূর্তিটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী বলেন, খবর পেয়ে তার নেতৃত্বে মুর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। যার আনুমানিক মূল্য ১৫ কোটি টাকা। মূর্তিটি প্রথমতত্ত্ব অধিদপ্তরে কাছে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।