গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ মার্চ) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় রমজান মাস উপলক্ষে ব্যবসায়ীদের অবৈধভাবে মজুদ ও দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ, বাল্যবিবাহ রোধে সন্তোষ প্রকাশ, মাদক নিয়ন্ত্রণসহ আলতাদীঘি জাতীয় উদ্যানে দিঘির উত্তর প্রান্তে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর একটি সাইনবোর্ড মাধ্যমে পর্যটকদের জন্য সতর্কবার্তা প্রচার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা, নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, সমবায় অফিসার কামরুজ্জামান সরদার, বিজিবি, পুলিশ ও বীর মুক্তিযোদ্ধা প্রতিনিধিসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ।