নওগাঁ নিউজ ডেস্কঃ ১৪ মার্চ মঙ্গলবার সকাল ১১:০০ টায় বেসরকারি উন্নয়ন সংস্থা“সোশ্যাল এইড” এর উদ্যোগে আন্তর্জাতিক দাতা সংস্থা ” muslimehelfen “এর অর্থায়নে DISTRIBUTION OF EDUCATION MATERIAL IN BANGLADESH 2023 প্রকল্পের আওতায় নওগাঁ জেলার শালুকা প্রাথমিক সরকারি বিদ্যালয় মাঠে পাঁচ শত শিক্ষার্থীদের মাঝে শিক্ষামূলক উপকরণ বিতরণ করা হয়। প্যাকেজ এর আওতায় ১. একটি স্কুল ব্যাগ ২. ছয়টি খাতা ৩. ছয়টি পেন্সিল ৪. বারোটি কলম ৫. দুই রাবার ৬. দুইটি শাপলার ৭. একটি পেন্সিল বক্স ৮. একটি স্কেল প্রতিটি শিক্ষার্থীকে সরবরাহ করা হয়। “সোশ্যাল এইড “এর নওগাঁ জেলার জেলা প্রকল্প সমন্বয়কারী ও“রানি”র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ ফজলুল হক খানের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব লুৎফর রহমান, জেলা শিক্ষা অফিসার,নওগাঁ, মোঃ রফিকুল ইসলাম, সহকারি কমিশনার ভূমি, নওগাঁ সদর, ইঞ্জিনিয়ার মোঃ বাবুল আকতার রিজভী, নির্বাহী পরিচালক, সোশ্যাল এইড, মোঃ কায়েশ উদ্দিন, সভাপতি, নওগাঁ জেলা প্রেসক্লাব, মোঃ হারুনুর রশিদ, প্রধান শিক্ষক, শালুকা উচ্চ বিদ্যালয়,এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি এ.এস.এম রায়হান আলম,মমতাজ বেগম, আত্রাই এর মহিলা ভাইস চেয়ারম্যান, ধ্রুবতারা মহিলা সমিতির সভানেত্রী মর্জিনা আক্তার ।