নওগাঁ নিউজ ডেস্কঃ নওগাঁর বিশিষ্ট ভাষাসৈনিক ও বর্ষিয়ান রাজনীতিবিদ এম এ রকিব আজ আর আমাদের মাঝে নেই ! কিন্তু তাঁর রেখে যাওয়া আদর্শ, নীতি,নৈতিকতা আমাদের কাছে রয়ে গেছে। তিনি নেই! এটি চরম ধ্রুবতারার মতো সত্য কিন্তু তাঁর অবয়ব ও আকৃতি আমাদের মাঝে চির অম্লান রয়েছে। ঐতিহাসিক দ্বীন মঞ্জিল তাঁর একটি স্মৃতি বিজড়িত নওগাঁর বর্তমান ইতিহাস বা যুগ-যুগান্তরে কালের স্বাক্ষী হয়ে থাকবে! গত ১৭ মার্চ শুক্রবার বাদ জুম্মা নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে এই বাড়িতে এক দোয়া-খায়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। পরে উপস্থিত সকলে মধ্যাণ্য ভোজনে মিলিত হন। গত ২৬ জুন ২০২০ এম এ রকিব ইন্তেকাল করেন। তাঁর সহধর্মিনী গার্লস স্কুলের সাবেক শিক্ষিকা উম্মে কুলছুম গত ১৬ মার্চ-২০১৫ ইন্তেকাল করেন। বিশিষ্ট ভাষা সৈনিক ও রাজনীতিবীদে সহধর্মীনির অষ্টম মৃত বার্ষিকী উপলক্ষে দোয়া-খায়ের শেষে খাবার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল শাহরিয়ার রাসেল, প্রফেসর আতাউল হক চৌধুরী, প্রফেসর তৌহিদ আহমেদ, একুশে পরিষদের ডি এম আব্দুল বারি, সাংবাদিক কায়েশ উদ্দিন, সাংবাদিক রাইহানুল আলম, এ্যড. মহসীন রেজা,রাজনৈতিক নেতা ময়নুল হক মুকুল,একুশে উদযাপন পরিষদের আতিকুর রহমান প্রমুখ। এছাড়াও বিভিন্ন আত্মীয় স্বজন,শুভাকাঙ্খী সহ শহরের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্যরাও উপস্থিত ছিলেন। তারা সকলে পরিবারের জন্য দোয়া কামনা করেন। বাদ জুম্মা ও খাওয়ার আগে একটি দোয়া অনুষ্ঠিত হয়েছে।পিতা-মাতার বিষয়ে জানতে চাইলে কন্যা তানজিনা শীরিন তনু বলেন, আমার বাবা-মা উভয়ই আদর্শ মানুষ ছিলেন এবং তারা সারাজীবন মানুষের জন্যে কাজ করে গেছেন। বিশেষ করে তাঁদের রেখে যাওয়া এই ঐতিহ্যবাহী দ্বীন মঞ্জিলটি যেন নওগাঁর মানুষের কাছে তাদের পরিবারের শেষ স্মৃতি চিহ্ন হয়ে থাকে। একই সাথে নওগাঁর সকল মানুষের কাছে সহ দেশবাসীর নিকট পিতা-মাতার জন্যে দোয়া চেয়েছেন।