গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ২০২২-২৩ অর্থবছরে খরিপ-১ মৌসুমে আউস ধান ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২২৮০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে আউশ ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ কৃষি অফিস চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় মাথাপিছু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও ১ কেজি পাটের বীজ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. আলেফ উদ্দিনসহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।