গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে হতদরিদ্র পরিবারের মাঝে ভেড়া ও গৃহ নির্মাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০) মার্চ দুপুর সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে সভাপতি, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ৪৭ নওগাঁ ২ আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার ৪০০টি হতদরিদ্র পরিবারের মাঝে দুইটি করে ৮০০টি ভেড়া ও ঘর নির্মাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেছেন। নির্মাণ সামগ্রীর মধ্যে রয়েছে দুইটি টিন, চারটি পিলার ও পাঁচটি মাচা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা কৃষি অফিসার মো. তৌফিক আল জোবায়ের, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. ফরহাদ হোসেন প্রমুখ।