নওগাঁ নিউজ ডেস্কঃ দাবী মৌলিক উন্নয়ন সংস্থা, নওগাঁ কর্তৃক বাস্তবায়িত রুরাল মাইক্রোএন্টারপ্রাইজ ট্রান্সফরমেশন প্রজেক্ট (আরএমটিপি) এর নিরাপদ মাংস ও দুগ্ধজাত পন্যের বাজার উন্নয়ন শীর্ষক উপ-প্রকল্পের আওতায় মাঠ দিবস গত ২৭ মার্চ ২৩ আয়োজন করা হয়।
আন্তর্জাতিক দাতা সংস্থা IFAD এর আর্থিক সহযোগিতা এবং PKSF এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় প্রাণী সম্পদের উন্নয়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে নওগাঁ জেলার তিনটি উপজেলায় (নওগাঁ সদর, রাণীনগর ও আত্রাই) এবং বগুড়া জেলার দুইটি উপজেলায় (দুপচাঁচিয়া ও আদমদীঘি)।
প্রকল্পের নিয়মিত কার্যক্রমের অংশ হিসাবে নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নে এই “মাঠ দিবস” অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আমিনুল ইসলাম তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে গবাদিপ্রাণি পালনে উন্নত জাতের রসালো কাচা ঘাসের প্রয়োজনীয়তা ও গুরুত্ব অনেক। পাশাপাশি কাচা ঘাসের পুষ্টিমান নিয়েও আলোচনা করেন। এরপর লাল তীর প্রতিনিধি মোঃ ওমর আলী উন্নত জাতের ঘাসের বিভিন্ন জাত ও অধিক ফলন সম্পর্কে খামারিদের অবগত করেন এবং ঘাস চাষে মিঠুন মন্ডলের সফলতা তুলে ধরেন। এর ফলে উপস্থিত অনেক খামারি লাল তীরের বীজ থেকে ঘাস উৎপাদনে অগ্রহ প্রকাশ করেন।
এসময় আরও উপস্থিত ছিলেন নারিশ প্রতিনিধি ডা. মোঃ আনিসুল হক, প্রকল্প ব্যবস্থাপক কৃষিবিদ মোঃ মাহমুদ কবির, ভিসিএফ-২ কৃষিবিদ মোঃ আব্দুল মালেক, এভিসিএফ তাবরিজ আহম্মেদ, ঘাস ব্যবসায়ী মোঃ মিঠুন মন্ডল, অনলাইন ঘাস ব্যবসায়ী মোঃ নুর ইসলাম, সেলস্ প্রোমোটার (ঘাস) মোঃ আল আমিন সহ অনেকেই।