নওগাঁ নিউজ ডেস্কঃ
৬ এপ্রিল বৃহস্পতিবার মহাদেবপুর উপজেলার খোর্দনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও প্রাক প্রাথমিক থেকে ৫ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দেওয়ান সাহাবুদ্দিন আহমেদ সজল।অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব সুমন কুমার সরকার,বক্তব্য রাখেন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী অন্যন্যা সরকারের মা ,হাটচকগৌরি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষকা বিথী রানী সরকার।
অনুষ্ঠেয় মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুজিত কুমার মন্ডল সহ সকল শিক্ষক উপস্থিত ছিলেন।
মা সমাবেশে বিদ্যালেয়র সার্বিক চিত্র ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক জয়ন্ত কুমার বর্মন।
অনুষ্ঠিত মা সমাবেশে ২০২২ এর বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অন্যন্যা সরকার কে বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি সংবর্ধনা ও বিদ্যালয়ের মহুরুম সভাপতি “লেঃকর্ণেল আছির উদ্দিন দেওয়ান ” মেধাবী পুরুস্কার প্রদান করা হয়।
বিদ্যালয়ের পক্ষ থেকে পুরুষ্কার প্রদান করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার জনাব সুমন কুমার সরকার ও “লেঃ কর্ণেল আছির উদ্দিন দেওয়ান ” পুরুস্কার প্রদান করেন তাঁর সুযোগ্য সন্তান ডাঃ দেওয়ান সাহাবুদ্দিন আহমেদ সজল।
উল্লেখ্য বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে খাতা, কলম, পেনসিল, রাবার ও কার্টার বিতরণ করা হয়।