1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

নওগাঁ জিলা স্কুল’৯৭ ব্যাচের ইফতারী অনুষ্ঠিত

  • প্রকাশিত : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ১৩২ বার পঠিত

নওগাঁ নিউজ ডেস্কঃ
গতকাল ২১ এপ্রিল ২৩ রোজ শুক্রবার নওগাঁ জিলা স্কুল’৯৭ ব্যাচের ইফতারী অনুষ্ঠিত হয়। প্রতিবছর এর ন্যায় এবার ও এটি ভালোভাবেই ও সুন্দর পরিবেশে সম্পন্ন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানটি নওগাঁ শহরের কাজীর মোড়ে টিবিএল টাওয়ার এর দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়। এতে প্রায় ২০জন প্রাক্তন ছাত্রবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিবছরই নওগাঁ জিলা স্কুল ৯৭ এর ব্যাচ এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় গত শুক্রবার এটি শহরের কাজীর মোড়ে অনুষ্ঠিত হয়।

আলোচনায় সকলে বলেন, বন্ধুরা ইফতার দোয়া তথা ঈদ গেট টুগেদার অনুষ্টানটি আমাদের জন্য একটি ভালো ও বেশ আনন্দ বা মজা নেয়ার মতো পরিবেশ। বছর শেষে বা বছরে অন্ততপক্ষে একবার সম্মিলিত হওয়ার মধ্যদিয়ে পরষ্পরের মধ্যে কিছু শেয়ার করা যায়। ইফতারী ও মাগরিব

নামাজ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সর্বজন বন্ধু শাহানুর গোলাম বলেন,পূর্বনির্ধারিত দিনে ইফতার করতে চাইলে এবং এই ধরনের অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করতে সকলেরই সম্মিলিত সহযোগিতা করা প্রয়োজন। বিশেষ করে নেটযুগে আমরা গ্রুপে লিখে সকলেই জানিয়ে দিই যে, ইফতারী অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকতে পারবো! কেননা লোকসংখ্যার উপর ভেন্যু বুকিং অনেকটাই নির্ভর করে।

ওয়াদুদের মতে একজন মানুষ হিসেবে শুধু কর্মের মাঝে নয়; চিত্ত নিয়েও বেঁচে থাকতে হয়। অন্যান্য বন্ধুরা বলেন, যারা এই ঈদে নওগাঁতে আসতে পারেনি তারা যে যেখানে রয়েছে! তারা যেন ভালো থাকে নিরাপদ থাকে এই প্রত্যাশা ও শুভকামনা রইলো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ কাজী কবির,ইনতেখাব র‍্যানেল,সেতু, সোহাগ, পারভেজ, কাজী সুমন, নাইম, পারভেজ,শাকিল.হাবিবুর রহমান, উৎপল, ব্যাংকার মিজানুর সহ আরও বন্ধুরা। প্রতিবছরই ঈদের সময় এই রকম বন্ধু গেট টুগেদার করতে পেরে সবাই পরষ্পরকে পূলকিত মনে করছেন।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park