সুবীর দাস,নওগাঁঃ নওগাঁয় বর্ন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা ইমারত নির্মান শ্রমিক এর দলীয় কার্যালয়ে নওগাঁ জেলা ইমারত নির্মান শ্রমিক এর উদ্যোগে দলীয় কার্যলয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন সহ নানা কর্মসূচি পালন করা হয়।
নওগাঁ জেলা ইমারত নির্মান শ্রমিক কার্যালয় থেকে একটি র্যালী বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়।
পরে দলীয় কার্যালয়ে জেলা ইমারত নির্মান শ্রমিক এর সভাপতি হানিবুর রহমান মিঠু সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়াম্যান রফিকুল ইসলাম রফিক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ পৌরসভার প্যানেল মেয়র ও ৭ নং ওয়াড কাউন্সিলর সারোয়ার তানজিদ সম্রাট।
এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন ইমারত নির্মান শ্রমিক এর সাধারন সম্পাদক শাকিব হাসান,সাংগঠনিক সম্পাদক সবদুল হোসেন,অর্থ সম্পাদক শহিদ মিয়া,দপ্তর সম্পাদক আকরাম হোসেন সহ ইমারত নির্মান শ্রমিক এর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।