ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সোমবার (১ মে) বেলা সারে এগারোটায় উপজেলা পরিষদ স্মৃতিসৌধ চত্বর থেকে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক শোভাযাত্রা বের করা হয়। এরপর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনাজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা শাখা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মো. শহীদুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহান মে দিবসের তাৎপর্য ও শ্রমিকদের অধিকার আদায়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানের কথা স্মরণ করিয়ে দেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহ-সভাপতি মো. আজাহার আলী, সহ-সভাপতি মোফাজ্জল হক সরকার, আবু হানিফ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, মো. আমিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক মুক্তা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. সোহেল রানা, শাহজাহান আলী, খেলনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেনসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।