গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ৪১০ লিটার চোলায় মদসহ শ্রী চঞ্চল সিংহ (১৯) নামের এক যুবককে গ্রেফতার করেছে রেব-৫। গ্রেফতারকৃত ওই যুবক উপজেলা মোকন্দপুর (কামারপাড়া) এলাকার মৃত রবিন সিংহের ছেলে।
সোমবার (১ মে) দুপুর দেড়টায় জয়পুরহাট রেব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বলেন, গত রোববার সকাল দশটায় মোকন্দপুর (কামারপাড়া) এলাকায় অভিযানের সময় ৪১০ লিটার চোলায় মদসহ ওই যুবককে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসা বাদে চঞ্চল সিংহ নেশা জাতীয় মাদকদ্রব্য ̈ চোলাই মদ অবৈধভাবে সংগ্রহ করে জয়পুরহাট জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।