মঈনুদ্দীন খান,ফ্রান্স প্রতিনিধিঃ বাংলাদেশে ক্রমাগত চলামান মানবাধিকার লংঘন প্রতিরোধে একযোগে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশী বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম এবং ফ্রান্সের মানবাধিকার কর্মী ও অধ্যাপক ড.ফিলিপ বেনোয়া’র দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গতকাল পারিসের মন্থমারেথ এ দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্যে পারিসে বসবাসরত বাংলাদেশী মানবাধিকারকর্মী মঈনুদ্দীন খান উপস্থিত ছিলেন।
উক্ত বৈঠকে বাংলাদেশে চলমান জাতিগত, সামাজিক, ধর্মীয় ও যৌন সংখ্যালঘুদের প্রতি সংঘটিত মানবাধিকার লংঘনজনিত ঘটনা বন্ধে কৌশলগত পরিকল্পনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
তাছাড়া, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিষ্পেষিত সাংবাদিক, আইনজীবী ও মানবাধিকারকর্মীদের নির্ভিগ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিতে কাজ করার বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়।
পাশাপাশি ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী রাজনৈতিক আশ্ররপ্রার্থী, রিফুজি ও অভিবাসী ব্যক্তিদের ফ্রান্সে বিদ্যমান বিভন্ন সেবাসুমূহ সহজে প্রাপ্তি নিশ্চিত করতে একযোগে কাজ করার বিষয়ে উক্ত বৈঠকে আলোচনা হয়।
ড. ফিলিপ বেনোয়া প্যারিসের ইলানকো বিশ্ববিদ্যালয়ের বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক হিসাবে কর্মরত রয়েছেন।
জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম বর্তমানে ফ্রান্স প্রেসিডেন্ট কর্তৃক প্রবর্তিত মেরিয়ান ইনিশিয়েটিভ ফর হিউম্যান রাইটস ডিফেন্ডারস প্রোগ্রামের লরিয়েট হিসেবে বর্তমানে ফ্রান্সে অবস্থান করছেন।