গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধ:নওগাঁর ধামইরহাটে ঐতিহাসিক মাহীশন্তোষ মাজার শরীফ পীর সাহেব কেবলার জিয়ারত উপলক্ষে বাৎসরিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আলমপুর উনিয়নের উত্তর সীমান্তে আত্রাই নদীর পূর্ব কোলঘেষে মাহীশন্তোষ মাজার শরীফ অবস্থিত। এই মাহফিলে বিভিন্ন এলাকার দূর দূরান্ত থেকে আসে সকল ধর্মের ধর্মপ্রাণ পুরুষ ও মহিলা।
সোমবার ( ৮ মে) সকাল ৮ টায় ঐতিহাসিক মাহীশন্তোষ মাজার শরীফ চত্বরে মাহীশন্তোষ মাজার শরীফ সংরক্ষণ ও উন্নয়ন কমিটির সভাপতি ও ৩নং আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওসমান গনী মন্ডলের সভাপতিত্বে বাৎসরিক ইছালে ছাওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আসরের নামাজের পর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্তি হয়। সবশেষে হাজার হাজার মানুষের মাঝে তাবারক বন্টন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন প্রধান আলোচক আলহাজ্ব হযরত মাওলানা মোরশেদুল আলম মর্তুজা, বিশেষ আলোচক হাফেজ মো. শহিদুল ইসলাম, মাজার কমিটি বৃন্দ প্রমুখ।