গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে যুব ফোরামের আয়োজনে, গ্রীন ভয়েস, ভিলেজ কেয়ার ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বাল্যবিবাহ, শিশু সুরক্ষা নিশ্চিত ও লিঙ্গবৈষম্য প্রতিরোধে জনসচেতনতামূলক নারি ফুটবল প্রীতি ম্যাচ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) বিকেল সাড়ে পাঁচটায় ধামইরহাট সরকারি এম এম কলেজ মাঠে এপি ম্যানেজার মানুয়েল হাঁসদার সভাপতিত্বে এর উদ্বোধন করেন নওগাঁর ধামইরহাট পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার।
খেলায় অংশগ্রহণ করে লালদল ও হলুদ দলের নারি ফুটবল খেলোয়াররা। খেলা শেষে চাম্পিয়ন লাল দল ও রানার্স আপ হলুদ দলের বিজয়ীদের মধ্যে ট্রফি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি দেলদার হোসেন, পৌর মেয়র আমিনুর রহমান, প্রোগ্রাম অফিসার নাথান কুমার চৌকিদার, ডেনিশ তপ্ন, শ্যামল মন্ডল, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভী, রোজনিল মিতু, লজি মুখিম, শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাঁসদা, উপজেলা যুব ফোরামের সদস্য নাজমুস সাকিব, জাহিদ ইকবাল প্রমুখ।