গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসা পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ উদযাপন করা হয়েছে।
রোববার (১৪ মে) সকাল ৯ টায় পৃথকভাবে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ও উপজেলা সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার আলী শাহ্ এর উদ্বোধন করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় ‘ক‘ থেকে ‘ঘ‘ গ্রুপ পর্যায়ে ১৩৭ জন শিক্ষার্থী হামদ-নাত, কেরাত, দেশাত্মবোধক গান, রবীন্দ্র ও নজরুল সংগীত, লোকসংগীত, জারিগান, লোক সংগীত, বাংলা ও ইংরেজি রচনা, ইংরেজি বক্তব্য, বাংলা কবিতা আবৃত্তি, বিতর্ক (একক), নির্বাচিত বক্তৃতা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে শিক্ষার্থীরা।
আরও জানা গেছে, জাতীয় শিক্ষা সপ্তাহ কর্মসূচির অংশ হিসেবে মাধ্যমিক স্কুল, কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদরাসার শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শ্রেণি-শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের স্ব স্ব ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হবে।
এসময় গ্রুপ ভিত্তিক বিচারকের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, অমরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম, ধামইরহাট বালিকা উচ্চবিদ্যালয়ের অফিস সহকারি ও নৃত্যশিল্পী ইকবাল হেসেন ধামইরহাট এমএম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোসফেকা খানম প্রমুখ।