গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে ওমেন্স হোপ ইন্টারন্যাশনাল ল্যাম্বের সহযোগিতায় ও ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে গণমাধ্যম কর্মীদের নিয়ে মহিলাজনিত ফিস্টুলা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ মে) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা সভাকক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার ডঃ স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে এর উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বিলম্বিত প্রসব, অল্প বয়সে বিয়ে ও বাচ্চা নেওয়া, অদক্ষ দাইমা দ্বারা বাড়িতে বাচ্চা প্রসব করানো এবং তলপেটে জরায়ু কিংবা অন্য কোন অপারেশনের কারণে মহিলাদের ফিস্টুলা হয়ে থাকে। পার্বতীপুর ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্টের পক্ষ থেকে এসব রোগীদের যাতায়াত ও খাওয়া খরচসহ বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়ে থাকে।
আগামী ৩১ মে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বিনামূল্যে ফিস্টুলা রোগীদের নিয়ে একটি ফ্রি ক্যাম্প গঠন করা হবে। এর বাস্তবায়ন করছে পার্বতীপুর এলাকার ল্যাম্ব এসএস-এফজিএফ প্রজেক্ট।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, পৌর প্যানেল মেয়র মেহেদী হাসান, ফিস্টুলা কেয়ার প্লাস প্রজেক্টের টেকনিক্যাল অফিসার ইছারব হোসেন, ল্যাম্ব হাসপাতালের টেকনিক্যাল অফিসার মোজাম্মেল হকসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।