গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
সোমবার (২২ মে) সকাল সাড়ে দশটায় দলীয় কার্যালয়ের সামনে উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
সম্প্রতি এক জনসভায় রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দেওয়ায় ওই নেতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, সহসভাপতি আজাহার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক সরকার, পৌর মেয়র আমিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সভাপতি আবদুল মুহিত কল্লোল, সাধারণ সম্পাদক মুক্তাদিরুল হক।
এছাড়াও অনানঅন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন, যুব নেতা আবু ইফসুফ মূর্তজা, উপজেলা যুবলীগের সভাপতি জাবিদ হোসেন, ধামইরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান, উমার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম হেলাল, খেলনা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাজমুল হোসেন, ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সাধারণ সম্পাদক আহসান হাবিব পান্নু প্রমুখ।