মোঃ রুহেল আহম্মেদ, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে ধামইরহাট প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট (ডিপিএল) সেশন-১ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ মে) বিকেলে ধামইরহাট শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপজেলা ক্রীড়া সংস্থা ও উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন এর আয়োজনে
ধামইরহাট প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় মুন্নি চাঁদনী ক্রিকেট একাদশ বনাম ফার্সিপাড়া ব্রাদার্স ইলেভেন এর মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। ফার্সিপাড়া ব্রাদার্স ইলেভেন ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রান করেন। খেলায় ১৭৯ রানের টার্গেটে মুন্নি চাঁদনী ক্রিকেট একাদশ ১৭ ওভার ১ বলে ২ উইকেটে ১৮২ রান এর মাধ্যমে বিজয়ের লক্ষ্যে পৌঁছান।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও সভাপতি নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা খালিদ মেহেদী হাসান বিপিএএ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার মোসা. রোমানা আফরোজ, ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি ধামইরহাট উপজেলা ক্রীড়া সংস্থা মো. আরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক মো. মিনহাজুল হক সরকার (শিবলী), উপজেলা ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রভাষক মো. আবু হানিফসহ ক্রিয়া সংস্থার সকল নেতৃবৃন্দ।