গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জুন) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, উপজেলা নবাগত ভূমি কর্মকর্তা মোছা. জেসমিন আক্তার, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক কাজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুক্তাদিরু হক মুক্তা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এটিএম ফসিউল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মিজানুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ছয়ফুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আফরোজা খানম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিজিবি প্রতিনিধি।