সাদ্দাম হোসেন, মহাদেবপুর প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সাগর উরাও (২৫) নামের একজনের মৃত্যু হয়েছে। এঘটনায় ওই মোটরসাইকেল আরোহী তার আত্মীয় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৫ টার দিকে উপজেলার দাউল বারবাকপুর মোড় নামক স্থানে।
নিহত সাগর উরাও উপজেলার জন্তিগ্রাম গ্রামের ফুলচান উরাও এর ছেলে এবং আহতরা হলেন তার আত্মীয় ও একই উপজেলার বিনোনপুর গ্রামের চান্দু উরাও এর ছেলে সবুজ উরাও (২২) ও ঘাষিয়ারা গ্রামের সমা উরাও এর ছেলে হিরেশ উরাও (৩০)।
স্থানীয় সূত্র ও থানার এস আই আসাদ জানান, নিহত সাগর উরাও তার আত্মীয়দের নিয়ে বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর বাজার থেকে তেতুল পুকুরের দিকে আসছিল। তাদের মোটরসাইকেলের গতিও ছিল অনেক বেশি। এসময় রাস্তার মোড়ে আসলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তার পাশে থাকা একটি তাল গাছের সাথে সজোরে ধাক্কা খায় তারা। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সাগর উরাও নিহত হন। তার মোটরসাইকেলে থাকা তার আত্মীয় দুইজন গুরুতর আহত হন। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এরমধ্যে হিরেশ উরাও এর অবস্থা আশংকাজনক।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখানে পরে থাকা মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনি প্রক্রিয়া চলমান বলেও জানান তিনি।