1. admin@dailynaogaonnews.com : admin :
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁয় নেসকোর প্রিপেইড কার্ড মিটারে ভোগান্তী; চালু না করার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত আন্তর্জাতিক আরবী ভাষা দিবসে আমাদের প্রত্যাশা ধামইরহাটে দুস্থ ও এতিম দের মাঝে দুম্বার মাংস বিতরণ করলেন উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান সাপাহারে বিএনপি নেতা মাহমুদুস সালেহীনের ব্যক্তিগত উদ্যোগে শীতবস্ত্র বিতরণ আঠারো ডিসেম্বর নওগাঁয় হানাদার মুক্ত দিবস পালিত থ্রি স্টার ক্লাবের আয়োজনে নওগাঁর চকচাঁপাই কলেজ মাঠে ফুটবল খেলা অনুষ্ঠিত ধামইরহাটে উদ্যোক্তা তৈরিতে ব্যাপক সাড়া ফেলেছে সামাজিক সংগঠন “মানবসেবা “ একুশে পরিষদ নওগাঁ’র আয়োজনে বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যুবার্ষিকী পালিত নওগাঁর ধামইরহাটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ বায়োজিদসহ সকল শহীদ ও আহতদের স্মরণে স্মরণসভা নওগাঁয় রোভার স্কাউটের তাঁবুবাস ক্যাম্পের উদ্বোধন

ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যানের পুকুর খননসহ চারটি প্রকল্পের উদ্বোধন করলেন – বনমন্ত্রী শাহাব উদ্দিন

  • প্রকাশিত : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৩৩ বার পঠিত

গোলজার রহমান, ধামইরহাট প্রতিনিধিঃ

নওগাঁর ধামইরহাটে আলতাদীঘি জাতীয় উদ্যান পুনর খনন ও এর অবকাঠামো উন্নয়ন এবং সামাজিক বনায়নের উপকারভোগীদের মাঝে চেক বিতরণসহ ৪টি প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৭ জুন) দুপুর সাড়ে বারোটায় আলতাদীঘি জাতীয় উদ্যান চত্বরে নওগাঁর এডিসি রেভিনিউ মিল্টন চন্দ্র রায়ের সভাপতিত্বে এর উদ্বোধন করেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, আলতাদীঘি জাতীয় উদ্যানের উন্নয়নের জন্য ৫ কোটি ৭৫ লাখ ২৫ হাজার ৫৫৪ টাকা ব্যয়ে আলতাদীঘি পূনর্খনন, ১ কোটি ৫ লাখ ৬ হাজার ২০০ টাকা ব্যয়ে ৭০ ফিট উচ্চতার একটি আরসিসি অবজারভেশন টাওয়ার নির্মাণ, ৬৬ লাখ ৭৩ হাজার ৯৬৭ টাকা ব্যয়ে একটি দ্বিতল ডরমেটরি ভবন নির্মাণ ও ২১ লাখ ৩৩ হাজার ৩৮০ টাকা ব্যয়ে একটি স্যুভেনীর সপ নির্মাণ কাজের
ঊদ্বোধন করা হয়েছে।

দুপুর সাড়ে বারোটায় আলতাদীঘি সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এক আলোচনা সভায় মন্ত্রী বলেন, ‘ অ্যামাজন যেমন সারা বিশ্বের ফুসফুস ঠিক তেমনি আলতাদীঘি জাতীয় উদ্যান শুধু ধামইরহাটের নয় বাংলাদেশের ফুসফুস। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার জীববৈচিত্র্য সংরক্ষণ ও ইকোটুরিজম উন্নয়নে দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হয়ে কাজ করছে।

তিনি এও বলেন, ২০৩০ সালের মধ্যে ২৫ শতাংশ ভূমি বৃক্ষাচ্ছাদনের আওতায় আনার লক্ষ্যে দেশব্যাপী ব্যাপকভাবে গাছ লাগানো হচ্ছে। মানুষের সুস্থভাবে বেঁচে থাকার জন্য বন সৃষ্টি ও জীববৈচিত্র্য রক্ষার কোনো বিকল্প নাই। তাই সবার জন্য একটা স্বাস্থ্যকর দেশ গড়তে সবাইকে গাছ লাগিয়ে তার যত্ন করতে হবে। এরই ধারাবাহিকতায় আলতাদীঘি জাতীয় উদ্যানে চারটি প্রকল্পের উদ্বোধন করা হলো।‘

আলোচনা সভার এক পর্যায়ে পাইকবান্দা ও ধামইরহাট বিটের সামাজিক বনায়নের ১৩৫ জন উপকারভোগীদের মধ্যে ১ কোটি ৫৫ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নওগাঁর ধামইরহাট পত্নীতলা আসনের এমপি মো. শহিদুজ্জামান সরকার, নওগাঁ-৩ মহাদেবপুরের আসনের এমপি মো. ছলিম উদ্দিন তরফদার, বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসাইন চৌধুরী, বগুড়া সামাজিক বন অঞ্চলের বন সংরক্ষক মোহাম্মদ আমিনুল ইসলাম,
নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।

ছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনু রহমান, পৌর প্যানেল মেয়র মুক্তাদিরুল হক মুক্তা, বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো মোজাম্মেল হক কাজী, পত্নীতলা পাইকবান্দা ফরেস্ট রেঞ্জ কর্মকর্তা এ কে এম ফরহাদ জাহান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 Daily Naogaonnews
Theme Customized By Shakil IT Park