সবুজ হুসাইন,নওগাঁ:
সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার বিচার দাবীতে নওগাঁয় মানব বন্ধন করেছে সংবাদিকরা।
রোববার সকাল ১১ টায় নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার চত্তরে মানব বন্ধন করা হয় । এতে অংশ নেয় টেলিভিশন প্রিন্ট অনলাইন পত্রিকার সাংবাদিকরা ।
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখার সময় জেলার টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি এসব কথা বলেন। তিনি আরো বলেন, আমরা লক্ষ্য করছি সারা বাংলাদেশে একের পর এক সাংবাদিক নির্যাতিত হচ্ছে মিথ্যা মামলার শিকার হচ্ছে আবার কখনো এমন কিছু অপরাধীদের মারধরের শিকার হয়ে অনেকেই মৃত্যুবরণ করছেন। আমরা চাই সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। ভবিষ্যতে কোন অন্যায়কারী যাতে সাংবাদিকদের নির্যাতন করতে না পারে সেজন্য সাংবাদিকদের নিরাপত্তা আইন বাস্তবায়ন করতে হবে।
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন, জেলার টেলিভিশন প্রিন্ট অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর রকি, জেলা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোরশেদ আলম, বাংলাদেশ প্রেসক্লাব নওগাঁর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম রানা,সাইফুল ওয়াদুদ, ডিএম ফজলে রাব্বি স্বাধীন, মাহমুদুল হাসান চাঁদ, গোলাম রসুল বাবু, বরুণ মজুমদার, রাশেদুজ্জামান, প্রমূখ |
প্রায় ঘন্টা ব্যাপাী এ মানববন্ধনে বক্তারা দাবী করেন সাংবাদিকদের হত্যার সুষ্টু বিচার না হওয়ায় সন্ত্রাসী ও দুষ্কৃতকারীরা সাহস পাচ্ছে । তারা সাংবাদিকদের শায়েস্তা করতে হত্যার মতো ঘটনা ঘটিয়ে সত্য প্রকাশে ভীতি প্রদর্শন করছে ।
জেলার প্রায় শতাধিক সাংবাদিক এ মানব বন্ধনে অংশ নিয়ে সাগর রুনি সহ সব শেষ নাদিম হত্যার দ্রত বিচার নিশ্চিত করার আহবান জানান।