গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে ‘আজকের পত্রিকার‘ ধামইরহাট উপজেলা প্রতিনিধি মো. নূরুন্নবী ফারুকীকে সভাপতি ও ‘ দৈনিক তৃতীয় মাত্রার‘ উপজেলা প্রতিনিধি রিফাতুল হাসান চৌধুরী সৈকত কে সাধারণ সম্পাদক করে ধামইরহাট মডেল প্রেসক্লাবের একটি কমিটি ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২৯ জুন) রাত আট টায় ধামইরহাটের আমাইতাড়ায় টু-ব্রস চাইনিজ রেস্টুরেন্টে অপরাধ বিচিত্রার জেলা প্রতিনিধি এমকে জিন্নাহ চৌধুরীর সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট একটি কমিটির তালিকা ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে সম্মানিত উপদেষ্টা মন্ডলীদের মধ্যে রয়েছেন সাবেক অধ্যক্ষ ও ইতিহাসবিদ মো. শহীদুল ইসলাম, ইউসুফ মুর্তজা এবং অন্যান্যদের মধ্যে নির্বাহী সহ-সভাপতি মোস্তফা কামাল চৌধুরী জিন্নাহ, সহ-সভাপতি সাইদুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক মহম্মদ আফজাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাফি আরমান শুভ, কোষাধ্যক্ষ গৌরব প্রসাদ সাহা, দপ্তর সম্পাদক গোলজার রহমান, নির্বাহী সদস্য রুহেল আহম্মেদ, দাতা সদস্য মাফেজ উদ্দিন মোহন।