গোলজার রহমান ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের আর্থসামাজিক জীবন মানোন্নয়নের জন্য ষাঁড় বাছুর ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (২ জুলাই) দুপুর সাড়ে বারোটায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা সহকারি কমিশনার জেসমিন আক্তারের সভাপতিত্বে নওগাঁর ধামইরহাট পত্নীতলা আসনের এমপি মো. শহীদুজ্জামান সরকার ১২০টি পরিবারের মধ্যে এসব বিতরণ উদ্বোধন করেন।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের সুফলভোগীদের মধ্যে ষাঁড় ও বাছুর ১২০টি, গৃহ নির্মাণ উপকরণ হিসেবে ইট ১৫০টি, টিন ৫পিস ও ৪টি খুঁটি বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. সুমন মাহমুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী, ভাইস-চেয়ারম্যান মো. সোহেল রানা উপজেলা উপজেলা প্রাণিসম্পদ অফিসার ফরহাদ হোসেন প্রমুখ।