মাসুদ রানা,পত্নিতলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সাংবাদ কর্মীদের ঈদ পুনর্মিলনী ও প্রয়াত তিনও সাংবাদিকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
সোমবার (৩ জুলাই) দুপুর ২টায় নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ড এর আয়োজনে
বিজয় টিভি প্রতিনিধির কার্যালয়ে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহবায়ক ও মান্দা উপজেলা মডারেটর আব্দুল মজিদ সম্রাটের সঞ্চালনায় ঈদ পুনর্মিলনী ও সাংবাদিক পরিবারকে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সরদার মেহেদী হাসান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন নওগাঁ জেলা গণমাধ্যম ফোরাম ট্রাষ্টি বোর্ডের সদস্য সচিব সাদেকুল ইসলাম, এছাড়াও নওগাঁর বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার গণমাধ্যমকর্মীবৃন্দ প্রমূখ।
অনুষ্ঠানে প্রয়াত সাংবাদিক আব্দুস ছাত্তার দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আজ ও আগামীকাল মান্দা উপজেলা প্রতিনিধি। হোসেন আলী দৈনিক আমাদের রাজশাহী, মান্দা উপজেলা প্রতিনিধি। আক্তার হোসেন। ভোরের ডাক এর মান্দা উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত প্রয়াত ৩ সাংবাদিক পরিবারকে পাঁচ হাজার টাকা করে অর্থ প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান সরদার মেহেদী হাসান জানান নওগাঁ জেলার ১১টি উপজেলায় পর্যায়ক্রমে ৪৪ জন সাংবাদিককে সমপরিমান সহয়তা প্রদান করা হবে।