গোলজার রহমান,ধামইরহাট প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে মো. নজরুল ইসলাম বুদা (৪৫) নামের এক ব্যক্তিকে দেড় লিটার বিদেশী মদসহ গ্রেফতার করেছে জয়পুরহাট র্যাব-৫। গ্রেফতারকৃত নজরুল ইসলাম বুদা উপজেলার চকরহমত গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
মঙ্গলবার (৪ জুলাই) বেলা ১১ টায় এক বিজ্ঞপ্তিতে রেবের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গত সোমবার দুপুরে উপজেলার উত্তর চকরহমত এলাকায় অভিযানের সময় দেড় লিটার বিদেশি মদসহ নজরুলকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে দীর্ঘদিন ধরে নেশা জাতীয় বিদেশী মদ অবৈধভাবে জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল। এ ঘটনায় মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অপর সদস্যদের ধরতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক কাজী বলেন, সোমবার রাত এগারোটায় ওই ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে রেব। মঙ্গলবার কোর্ট হাজতে প্রেরণ করা হবে।