মাসুদ রানা,পত্নীতলা,প্রতিনিধিঃ
নওগাঁর পত্নীতলায় ভিক্ষুক পূর্ণবাসনের নিমিত্তে ভিক্ষুকদের মাঝে ছাগল, ঔষধ, খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
রবিবার( ৯ জুলাই) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে
সহকারী কমিশনার (ভূমি) আজিজুল কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন নজিপুর পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ খালিদ সাইফুল্লাহ, উপজেলা প্রাণীসম্পদ অফিসার,ডাঃ মুনিরুজ্জামান কৃষি অফিসার শহিদুল ইসলাম।
পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেব , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালেক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ। উপজেলা সমাজসেবা অফিসার শহীদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এটিএম জিল্লুর রহমান।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ মোহাইমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক শ্রী দিলিপ চৌহান, উপজেলা ছাত্রলীগের সভাপতি,মোঃ বদিউজ্জামান বিলাস, শোয়েব হোসেন তুষার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ, উপকার ভোগী সদস্যগণ সাংবাদিক ও সুধিজন প্রমূখ।
এ সময় ১১ ইউনিয়নের ১১ জন ভিক্ষুকের মাঝে প্রত্যককে দুটি করে ছাগল ও ৩ হাজার টাকা নগদ এবং খাবার ও ঔষধ বিতরণ করা হয়েছে।